সুঠাম দেহের পুরুষ মডেল এখন সুন্দরী তন্বী!
|
![]() সেই গৌরবই এবার ‘ইন্ডিয়াস নেক্সট টপ মডেল’ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। তবে আর হার্টথ্রব বয় নয়, এবার তিনি সুন্দরী তন্বী। গৌরি অরোরা নামে নেমেছেন প্রতিযোগিতায়। নতুন প্রতিযোগিতায় বিচারকদের তিনি শুনিয়েছেন হি-ম্যান থেকে কী ভাবে লাস্যময়ী হয়ে উঠলেন, সেই গল্প। গৌরি বলেন, ‘তিন বছর আগে আমি একজন পুরুষ মডেল ছিলাম। আমি পুরুষদের স্বাস্থ্য ম্যাগাজিনের কভার পেজেও ছিলাম। আমার এইট-প্যাক অ্যাবস আর ১৬ ইঞ্চি বাইসেপস ছিল। আমার এখনও মাঝে মাঝে একটু নার্ভাস লাগে, কারণ আমার কাঁধ এবং হাত এখনও খুব চওড়া। আমি আস্তে আস্তে নারীতে পরিণত হচ্ছি আর আমার এটা খুব ভাল লাগছে। আমার মধ্যে নারী সত্তাও অনুভব করছি।’ গৌরি জানান, ছোটবেলা থেকেই তার নারী হয়ে ওঠার খুব ইচ্ছা ছিল। কিন্তু তিনি বুঝতে পারতেন না কী ভাবে তার এই ইচ্ছা পূরণ হবে। সম্প্রতি তার বাবা তাকে থাইল্যান্ডে নিয়ে যান। সেখানে সেক্স চেঞ্জ অপারেশন হয়। আর সেই অপারেশনের পরে গৌরিকে দেখে বোঝা মুশকিল যে, তিনি আগে গৌরব ছিলেন। |